Top News

দৃঢ় সংকল্পে ২১ কিমি ম্যারাথন জয়, আলোচনায় তৌসিফ মাহবুব

 জনপ্রিয় টিভি অভিনেতা তৌসিফ মাহবুব নিজের জীবনযুদ্ধে যেমন লড়াই করেছেন, তেমনি খেলাধুলাতেও প্রমাণ করলেন তাঁর দৃঢ়তা। সম্প্রতি তিনি ২১ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড়ে অংশ নেন এবং সফলভাবে জয়লাভ করেন।দৌড় সম্পন্ন করতে তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ৪৭ মিনিট। এ সময় হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, যা উপস্থিত দর্শক ও সহঅংশগ্রহণকারীদের দৃষ্টি কাড়ে। ক্রীড়াঙ্গনে এই ভিন্নধর্মী পদক্ষেপকে অনেকে দেখছেন মানবিক বার্তা ও সামাজিক সচেতনতার প্রতীক হিসেবে।

তৌসিফ মাহবুব জানান, কোভিড-পরবর্তী সময়ে ফুসফুসের সমস্যায় ভুগেছিলেন তিনি। সেসব স্বাস্থ্যগত সমস্যার পরও এই ম্যারাথনে অংশগ্রহণ ও জয় তাঁর জন্য ছিল এক বিশেষ অর্জন। তিনি বিশ্বাস করেন, নিয়মিত চর্চা ও মানসিক দৃঢ়তা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।

অনেক ভক্ত এবং শুভানুধ্যায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে তৌসিফকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনে করেন, এটি শুধু একটি ক্রীড়া বিজয় নয়; বরং মানবিকতার প্রতি সমর্থন এবং সুস্থ জীবনধারার প্রতীক।

এ অর্জনের মধ্য দিয়ে তৌসিফ প্রমাণ করলেন—অভিনেতা হিসেবে নয়, অনুপ্রেরণাদায়ী এক ব্যক্তিত্ব হিসেবেও তিনি সবার কাছে আলাদা করে ধরা দিচ্ছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন