Top News

জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই, সংগীতজগতে শোকের ছায়া

 ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে তিনি অবসর সময়ে স্কুবা ডাইভিং করতে নামেন। ডাইভিং চলাকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে পানির ওপরে তোলা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।

জুবিন গার্গ ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমা ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলী’ গানটি তাকে রাতারাতি খ্যাতির শিখরে নিয়ে যায়। পাশাপাশি অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা লিখছেন— “এক অপূরণীয় ক্ষতি, চিরদিন হৃদয়ে বেঁচে থাকবেন জুবিন দা।

Post a Comment

নবীনতর পূর্বতন