Top News

জন্মদিনে ছেলের জন্য এক হলেন অপু ও শাকিব

 ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি অপু বিশ্বাস ও শাকিব খান দীর্ঘদিন ধরেই আলাদা পথে হাঁটছেন। তবে ছেলেকে ঘিরে তাদের সম্পর্কের উষ্ণতা যে এখনও অটুট—তারই প্রমাণ পাওয়া গেল আবারও।

তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষে একসঙ্গে হাজির হলেন এই দুই তারকা। ছেলের আনন্দঘন মুহূর্তে সব অভিমানের দেয়াল ভুলে এক ফ্রেমে ধরা দিলেন অপু-শাকিব।

জন্মদিনে ছেলের জন্য এক হলেন অপু ও শাকিব

জয়ের কেক কাটার অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠজনও। অপু-শাকিব দুজনেই ছেলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় চর্চা।

অনেকে লিখেছেন, “ছেলের জন্য হলেও এমন মুহূর্ত আরও দেখতে চাই”, কেউ আবার মন্তব্য করেছেন, “জয় সত্যিই ভাগ্যবান বাবা-মা দুজনকে একসঙ্গে পাশে পেয়ে।”

ব্যক্তিজীবনে যত দূরত্বই থাকুক, পুত্রসন্তান আব্রামের প্রতি দায়িত্ব আর স্নেহের জায়গায় অপু-শাকিব যে একসঙ্গে—এদিনের উদযাপন যেন নতুন করে সেই বার্তাই দিল সবার কাছে।

Post a Comment

নবীনতর পূর্বতন