রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত গ্যাং ‘আই ডোন্ট কেয়ার’ এর চার সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় নবোদয় হাউজিং এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। এগুলো সম্প্রতি মোহাম্মদপুর থানায় হামলার সময় লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তীতে থানায় জমা দেওয়া হয়েছে।
অভিযানে ধরা পড়া চারজনই দীর্ঘদিন ধরে ‘আই ডোন্ট কেয়ার’ নামের গ্যাংয়ের হয়ে সক্রিয়ভাবে কাজ করছিল। তারা অস্ত্র ও গুলি নিজেদের দখলে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা হলেও তদন্ত স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় গ্যাং কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিদিনের মতো ছিনতাই, চুরি, মাদক লেনদেন ও গ্যাংদের দৌরাত্ম্যে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছিল। সেনাবাহিনীর এই অভিযান এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মোহাম্মদপুর থানায় লুট হওয়া আরও কিছু অস্ত্র ও গুলি এখনও উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বিত অভিযান চলবে। এ ছাড়া গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতি ও অন্যান্য অপরাধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন