ঢাকার ধামরাইয়ের স্থানীয় জনপ্রতিনিধি রাস্তা উন্নয়নের নামে জনগণকে ভোগান্তিতে ফেলেছে

ঢাকার ধামরাই থানাধীন কু্ল্লা ইউনিয়ন এর মামুরা ৬নং ওয়ার্ডের রাস্তা করার নামে ভোগান্তির কিছু দৃশ্য। যে রাস্তা করতে সময় লাগে ১৫ দিন সেখানে ২মাসের অধিক হওয়া সত্তেও ৫০০মিটার রাস্তা করতে ব্যার্থ হচ্ছে টেন্ডার পাওয়া প্রতিনিধি।

রাস্তায় জমে থাকা পানি
 

স্থানীয়  জনপ্রতিনিধি মহিলা মেম্বার মোসাঃ মরিয়ম বেগমের ভাষ্যমতে - " সরকারের বরাদ্দকৃত অর্থ এসেছে শুধু মাত্র ইট ছলিং এর জন্য। কিন্তু রাস্তা কিছু সংখ্যক ভাঙ্গা থাকার কারণে  মাটি ভরাট করতে হবে।  সরকারের বরাদ্দকৃত অর্থ মাটি ভরাটের জন্য না থাকায় জনগণকে তার নিজ খরচে মাটি ক্রয় করে  দিতে হবে।" 

পানি জমে একাকার

 

 

 

 

এদিকে জনগণও নিজ খরচে মাটি ক্রয় করে দিয়েও কোনো সুবিধা পাচ্ছে না।  বৃষ্টির মধ্যে চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে।

 

রাস্তার খানাখন্দ

 

 

 

স্থানীয় জনগনের দাবী - যার মাধ্যমে কাজটা হচ্ছে দয়া করে তারা যেনো দ্রুত কাজটা শেষ করার চেষ্টা
করে।

জনগণের ক্রয় কৃত মাটি

এছাড়া তারা আরো জানতে আগ্রহী- রাস্তা উন্নয়নের কাজে ইটের ছলিং এর কাজ এর জন্য বরাদ্দ থাকলে রাস্তা ভরাটের বরাদ্দের কি হলো, নাকি এখনো যা আছে সব স্থানীয় জনগনকেই দিতে হবে।

 
ভিডিও চিত্র 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন