পাকিস্তান ক্রিকেট দলে বিতর্কের ঝড় থামতে না থামতেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন দেশটির বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া উপদেষ্টা ফয়সাল নাকভি। জানা গেছে, সাম্প্রতিক শৃঙ্খলাভঙ্গের কারণে পেসার হারিস রউফের ওপর আরোপিত জরিমানার সম্পূর্ণ অঙ্ক নিজ খরচে পরিশোধ করার ঘোষণা দিয়েছেন তিনি।
![]() |
| হারিস রউফের জরিমানা গুনবেন নাকভি, ক্রিকেট মহলে বিস্ময় |
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় রউফকে জরিমানা করেছিল। শাস্তির অঙ্কটি বেশ বড় হওয়ায় তা নিয়ে সমর্থক মহলে সমালোচনা সৃষ্টি হয়। এমন অবস্থায় সামনে আসেন নাকভি। তিনি বলেন, "হারিস দেশের জন্য পারফর্ম করেছে। সামান্য ভুলের জন্য তাকে আর্থিক চাপে ফেলা উচিত নয়। জরিমানার পুরো অর্থ আমি বহন করব।"
নাকভির এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে ‘ক্রিকেটপ্রেমী দূরদর্শী ব্যক্তি’ হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকে মনে করছেন— ব্যক্তিগতভাবে জরিমানা পরিশোধ করলে খেলোয়াড়রা ভবিষ্যতে আরও সাহসীভাবে নিয়ম ভাঙতে প্রলুব্ধ হতে পারেন।
এরই মধ্যে পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ভেতরের সূত্র জানিয়েছে, বোর্ড নাকভির প্রস্তাব বিবেচনায় রেখেছে। এখন দেখার বিষয়, রউফ নিজে কি এই সহায়তা গ্রহণ করেন নাকি নিজের শাস্তি নিজেই বহন করার সিদ্ধান্ত নেন।

একটি মন্তব্য পোস্ট করুন