Top News

“৫৯ বছর বয়সেও বাবা হতে চান সালমান খান, টুইঙ্কেলের মন্তব্যে হাসির খোরাক”

 ৫৯ বছর বয়সী বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি তাঁর বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, "আমার নিজের সন্তান হবে… খুব শিগগিরই বাবা হবো।" এই মন্তব্য তিনি কাজল ও টুইঙ্কেল খান্নার টক শো 'টু মাচ'-এ অতিথি হয়ে এসে করেন। এছাড়া, তিনি বলেন, "বয়স কোনো ব্যাপার নয়, আমি বাবা হতে চাই"।

সালমানের এই ইচ্ছার কথা শুনে টুইঙ্কেল খান্না রসিকতা করে বলেন, "তোমার নিশ্চয়ই এক ডজন সন্তান আছে?" জবাবে সালমান বলেন, "থাকলে তুমি নিশ্চয়ই জানতে"। তিনি আরও বলেন, "৬০ বছর বয়সে সন্তান হলে তার দেখাশোনার দায়িত্ব নেবে কে?" উত্তরে সালমান বলেন, "আমার অনেক বড় পরিবার। গোটা পরিবার মিলে সন্তান মানুষ করে দেবে। কোনো চিন্তা নেই"।

“৫৯ বছর বয়সেও বাবা হতে চান সালমান খান, টুইঙ্কেলের মন্তব্যে হাসির খোরাক”

সালমান খান তাঁর বোনের সন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও স্নেহ দেখিয়ে থাকেন। তিনি ভাই আরবাজ খান ও সোহেল খানের ছেলেদের প্রতি একই রকম স্নেহশীল। তিনি নিজে দাবি করেন, তিনি এখনো কৌমার্য ধরে রেখেছেন। যদিও জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কারও সঙ্গে থিতু হওয়া হয়নি অভিনেতার। তিনি অতীতের সব সম্পর্ক ভাঙার দায় নিজেই নিয়েছেন ।

সালমানের এই ইচ্ছা তাঁর ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বাবা হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বয়সের কারণে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, সালমানের পরিবার ও বন্ধুদের সমর্থন তাঁকে এই সিদ্ধান্তে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন