মুম্বাই: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি ভক্তদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সেখানে এক ভক্ত মজার ছলে তাঁকে প্রশ্ন করেন, সালমান খান যেহেতু অবিবাহিত, তিনি কি তাঁকে বিয়ে করতে চান?
![]() |
আমিশা প্যাটেলের খোলামেলা মন্তব্য, সালমান খানকে বিয়ে নিয়ে আলোচনায় |
প্রশ্ন শুনে হাস্যরসের ভঙ্গিতে আমিশা জবাব দেন, “সালমান আর আমি যদি অবিবাহিত থাকি, আপনারা কি সত্যিই চান আমরা বিয়ে করি, নাকি এটা কোনো সিনেমার প্লটের কথা ভাবছেন?”
অভিনেত্রীর এই মন্তব্য মুহূর্তেই আলোচনায় উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ মজা করে আমিশা–সালমানকে ‘পারফেক্ট জুটি’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে এটিকে নিছক রসিকতা বলেই দেখছেন।
আমিশা প্যাটেল আরও জানান, তিনি এখনও জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পাননি। তবে সালমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব বরাবরই ভালো, এবং দু’জনের মধ্যে রসিকতার সম্পর্ক রয়েছে।
আমিশা প্যাটেল, সালমান খান, আমিশা প্যাটেল বিয়ে, সালমান খান বিয়ে, বলিউড খবর, সর্বশেষ বিনোদন সংবাদ

একটি মন্তব্য পোস্ট করুন