ঢাকা, বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সব ধরনের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল আজ রাজধানীতে বিক্ষোভ–সমাবেশ ও মিছিল করবে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চলবে; বিশেষ করে বিকেল ঘন্টার দিকে মিছিল ও সমাবেশ হবে। জামায়াত: বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ গেট থেকে মিছিল বের হবে এবং পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিল হবে. বাংলাদেশ খেলাফত মজলিস: আসর নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে মিছিল করবে।খেলাফত মজলিস (আরেক দল), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা – এ দলগুলোরও বিকেলে বিভিন্ন স্থান থেকে মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে।
কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ায় অফিস ছুটির সময় ও যানবাহন সর্বোচ্চ চাপের সময়ে রয়েছে; তাই মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল ও শাহবাগ এলাকা তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) নাগরিকদের সময়মতো রুট পরিবর্তন ও বাড়তি সময় রেখে চলাচল করার পরামর্শ দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন