Top News

সুপার ফোরের সমীকরণ: শ্রীলঙ্কা জিতলে হাসবে বাংলাদেশ

 ফগানিস্তানকে হারিয়ে প্রথম ধাপ সফলভাবে পার করেছে বাংলাদেশ। এখন অপেক্ষা শুধু শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।

বাংলাদেশ নিজেদের তিন ম্যাচ শেষে পেয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কারও, তবে নেট রান রেটে তারা অনেক এগিয়ে। শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬, যেখানে বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের নেট রান রেট আরও ভালো, +২.১৫০।

শ্রীলঙ্কা যদি জেতে, বাংলাদেশ কোনো হিসাব ছাড়াই সুপার ফোরে উঠবে। ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলেও বাংলাদেশ নিশ্চিতভাবে সুপার ফোরে জায়গা করে নেবে। তবে আফগানিস্তান জিতলে জটিল হয়ে যাবে হিসাব। আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কে যাবে পরেররাউন্ডে, সেটি নির্ভর করবে নেট রান রেটের ওপর। 


গ্রুপ ‘বি’-এর বর্তমান পয়েন্ট তালিকা:

শ্রীলঙ্কা: ২ ম্যাচ, ৪ পয়েন্ট (+১.৫৪৬)

বাংলাদেশ: ৩ ম্যাচ, ৪ পয়েন্ট (–০.২৭০)

আফগানিস্তান: ২ ম্যাচ, ২ পয়েন্ট (+২.১৫০)

হংকং: ৩ ম্যাচ, ০ পয়েন্ট (–২.১৫১)

এখন সবকিছু নির্ভর করছে আগামীকালের ম্যাচে কারা হাসবে শেষ হাসি—শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান।

Post a Comment

নবীনতর পূর্বতন