Top News

ধামরাইয়ে পরিকল্পিত হামলায় সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা বাবুল মেম্বার নিহত, থানায় মামলা দায়ের

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় গত ২১ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে সরিষা মাড়াই করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বাবুল হোসেনকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় বাধা দিতে গেলে তার স্ত্রী ও স্বজনদেরও মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খুনিদের ধরিয়ে দিতে পারলে পুরষ্কার। 

Post a Comment

নবীনতর পূর্বতন