হাসিনার সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে প্রশাসক পদে রদবদলের দাবি তুলেছেন দেশের ক্রীড়ামোদীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেড়ারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করেছেন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে সমর্থকদের একটি সংগঠন। বাফুফে ভবন ঘেরাও করে এ নিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
জানা গেছে, সংগঠনটির কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু এক পোস্টে বলেন, ‘সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামীকাল (আজ) আমরা টেনে নামাব। ২৪ ঘণ্টা পর বাফুফে ভবন দখল নেওয়া হবে।’
২০২৩ সালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয় দেশের সাংবাদিক মহল। এ কারণে অনারারি সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
গত ১৬ বছর ধরে বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময় তার পদত্যাগের দাবি উঠলেও সায় দেননি তিনি।