ধ্বংস-প্রতিহিংসা নয়, শান্তির সমাজ গড়তে হবে: খালেদা জিয়া

 আর ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়; ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। দীর্ঘ সাড়ে ছয় বছর কারাভোগ থেকে মুক্তিলাভের পর গতকাল বিএনপি চেয়ারপারসনের রেকর্ড করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়। 

খালেদা জিয়া বলেন, ‘তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আসুন, আমরা তরুণদের হাত শক্তিশালী করি। আর ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়; ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

গতকালের সমাবেশে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বক্তব্য দেবেন বলে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়। মুহূর্তে বাঁধভাঙা করতালির মধ্যে নেতাকর্মীরা হাত তুলে তাঁদের প্রাণপ্রিয় নেত্রীর বক্তব্য শুনতে বড় পর্দায় চোখ রাখেন।

হাসপাতালের কেবিন থেকে বিএনপি চেয়ারপারসনের ছবি বড় পর্দায় ভেসে উঠলে নেতাকর্মীদের উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন মুখরিত হয়ে ওঠে।

নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমি কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম-ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি।

আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা।’

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ।’

খালেদা জিয়া বলেন, ‘ছাত্র-তরুণরা আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্মের, বর্ণের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, সমৃদ্ধি, আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি।’ 


পাসপোর্ট পেলেন খালেদা জিয়াঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর পাসপোর্ট হাতে পেয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গত মঙ্গলবার খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তাঁর নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে চিকিত্সাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার পাসপোর্টটি গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন